
প্রকাশিত: Wed, May 24, 2023 4:44 PM আপডেট: Sat, May 10, 2025 12:03 AM
নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল, জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইমরুল শাহেদ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার বলেছেন, রাষ্ট্রকে আক্রমণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার কথা ভাবছে সরকার। রয়টার্স
পাকিস্তানের ইতিহাসে দৃশ্যত বা অদৃশ্যেই সরকারের উপর প্রভাব বিস্তার নিয়ে রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে কয়েক দশক ধরে সংকট চলছে। এই পরিস্থিতিতে ইমরান খানের ঘটনাটি সাম্প্রতিক।
পাকিস্তান গত কয়েক দশকের মধ্যে বর্তমানে ব্যাপক অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। পারমাণবিক অস্ত্রধারী এ দেশটির স্থিতিশীলতা নিয়ে নতুনভাবে আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সামনে টেনে আনা হয়েছে সাম্প্রতিক ব্যাপক বিক্ষোভ ও সহিংসতাকে।
খাজা আসিফ গণমাধ্যমকে বলেছেন, ইমরান খানের পিটিআই রাষ্ট্রের মূলভিত্তিতে আঘাত করেছে। সেটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, সেজন্যই ইমরানের দলকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে পার্লামেন্টে অনুমোদনের পরই এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
প্রতিরক্ষমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিভিন্ন স্থাপনা, সেনা সদর দপ্তর এবং সরকারি ভবনে হামলার কথা উল্লেখ করেন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইমরান খান বা পিটিআইয়ের কারো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
ইমরান খান ২০১৮ সালে সেনাবাহিনীর নেপথ্য সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন। সে সময় দুই পক্ষই বিষয়টি অস্বীকার করে। কিন্তু ক্ষমতায় আসার পর সেনাবাহিনী লক্ষ্য করে প্রধানমন্ত্রী তার রক্ষণশীল, জাতীয়তাবাদী এজেন্ডা এবং তার স্বার্থ রক্ষার সম্ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে যান। কিন্তু পরবর্তীতে ইমরান খান নিরাপত্তা ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে হস্তক্ষেপের চেষ্টা করার পর জেনারেলদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। ২০২২ সালে আস্থা ভোটে হেরে যাওয়ার পর তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
